বাংলাধারা প্রতিবেদক»
কুমিল্লার শীর্ষ মাদক সম্রাট মো: শফিউল আলম (৪৬) ও মো: জাকির হোসেন কে ১০ কেজি গাঁজাসহ লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের আটিয়াতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়ে।
গ্রেফতার মো: শফিউল আলম লক্ষ্মীপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র ও মো: জাকির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার এরশাদ মিয়া পুত্র।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানাধীন আটিয়াতলী এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার মাদক সম্রাট শফিউল আলম ও জাকির হোসেন কে গ্রেফতার করা হয়েছে। তারা কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। তারা আন্তঃজেলা মাদক পাচারকারী দলের সদস্য বলেও জানান তিনি।