ইবি প্রতিনিধি, কুষ্টিয়া »
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো কুয়াশাচ্ছন্ন পরিবেশকে ‘কুহেলিকা আগমণ উৎসব’র মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবে গ্রামবাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বটতলা প্রাঙ্গণে সেচ্ছাসেবী সংগঠন অভায়রণ্যের উদ্যোগে ‘কুহেলিকা আগমণ’ নামে এই উৎসব আরাম্ভ হয়।
বুধবার (২৫ জানুয়ারি) এ উৎসব সমাপ্ত হবে।
উৎসবের মূল আকর্ষণ ছিল গ্রাম বাংলার রুদ্রদার পুতুল নাচ, চিঠিবাক্স, পিঠাপুলি ও ঠেলাগাড়ি। এ ছাড়া বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নামে ১৫টি স্টল দেখা যায়। এর মোধ্যে ফুল, বই, খাবার, কসমেটিক্স, শীতের কাপড়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনসহ নানা ছবি প্রদর্শণীসহ বিভিন্ন স্টল দেখা যায়। এসব স্টল ঘুরেঘুরে দর্শনার্থীরা বইসহ বিভিন্ন জিনিসপত্র ক্রয় করছেন।
অভয়ারণ্যের সভাপতি ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, অভয়ারণ্য সবসময় চেয়েছে অন্যরকম কিছু আয়োজন করার। তাই শীতকে কেন্দ্র করে এই আয়োজন কুহেলিকার আগমন। আমরা সবসময় চেয়েছি উদ্যেক্তাদের নিয়ে কাজ করার। উদ্যেক্তারা যাতে তাদের উদ্যেগগুলোকে সামনে এগিয়ে নিতে পারে বা তাদের কাজগুলোকে সবার সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এইজন্য স্টলের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমরা আমাদের গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার জন্য পুতুল নাচের ব্যবস্থা করেছি।