বাংলাধারা প্রতিবেদক »
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডাক্তার কুমার বিশ্বজিৎ বিশু।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় নগরীর ফয়েস লেকস্থ আনসার ক্যাম্প চত্বরে উত্তর জেলা ছাত্রলীগের আওতাভুক্ত বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হন ডাক্তার কুমার বিশ্বজিৎ।
সংবর্ধনা পরবর্তী অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক চক্রবর্তীর প্রতি ধব্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে মেধা মননে শাণিত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবার আশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত উপ-স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক ডা. কুমার বিশ্বজিৎ বিশু সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অরুণ চৌধুরী, সবুজ মণ্ডল, মো. মিরাজ সিকদার, সৈকত দাস, জাবেদ হোসেন বাদল, তারুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক শুভ বণিক, নাঈমুল হাসান রকিব, উপ-সম্পাদক কামরুল ইসলাম, এমরান হোসেন আরিফ, রাজু কামাল সদস্য তাঞ্জিমুল ইসলাম তামিম, ছাত্রলীগ নেতা সাকিব, রিয়াজ, সজল, শামীম, স্বাধীন, করিম, ইমরান, টিপু, শুভ, সৌরভ, বিশ্বজিৎ, জাহেদ, মিনহাজ, শাকিল, শামীম, কামরুল, শিহাব, মেজবাহ সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।