বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে মোবাইল পকেটমার হওয়ার দেড় ঘন্টার মধ্যেই তা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলো কোতোয়ালী থানা পুলিশ। এ সময় পকেটমারকেও আটক করেছে পুলিশ।
বুধবার ( ২২ মে ) দিবাগত রাত ১২ টায় মোবাইলটি হারালে রাত দেড়টার দিকে পুলিশ তা উদ্ধার করতে সক্ষম হয় বলে জানান কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মুহসীন।
তিনি বলেন, পকেটমারের শিকার হন নাজিম উদ্দিন বাপ্পি। টাকা অক্ষত থাকলেও খোয়া যায় তার মোবাইলটি। তেমন একটা ইতিহাস না থাকলেও তার নাকি আস্থা ছিল টিম কোতোয়ালির উপর। সেই আস্থাতেই ছুটে আসেন থানায়। টিম কোতোয়ালিও তার আস্থার অমর্যাদা করেনি। রাত ১২ টায় খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করেছে রাত দেড় টাতেই। পকেটমারকে আটক করা হয়েছে আর মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে তার মালিককে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি