বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিআইডাব্লিউটিএ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি বায়োজিদ বোস্তামি থানাধীন শহীদ নগরীর মো. ইসমাইলের ছেলে সাইফুল ইসলাম (২৩)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিআইডাব্লিউটিএ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় সাইফুলের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে দীর্ঘদিন ধরে সে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে দেশীয় অস্ত্র সংগ্রহ করে বিক্রয় করে আসছে। অস্ত্র বিক্রির জন্যই সে বায়োজিদ থেকে ফিরিঙ্গী বাজার এসেছিল। সাইফুলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি