ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

কোতোয়ালীতে ছিনতাইকারী চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ছিনতাইকারী চক্রের মাস্টারমাইন্ড মেহেরাজকে (২২) গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ ৭নং বাস পার্কিং মাঠের দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মেহরাজ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার জাহাঙ্গিরনগর ইউনিয়নের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে। বর্তমানে তিনি নগরীর সিআরবিস্থ বয়লার এভিনিউ কলোনীর বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানকালে স্টেশন রোডস্থ ৭নং বাস পার্কিং মাঠের দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর থেকে মেহেরাজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের সাথে জাড়িত থাকার কথা স্বীকার করে। সে আরও জানায়, টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, ষ্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়াসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে ঘোরাপেরা করতো।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ওবায়দুল হক।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ