বাংলাধারা ডেস্ক »
নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
বুধবার (২১ আগস্ট) ভোররাতে তাদের আটক করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ী হলো- হাসান খান (২৪), মো. মনা (২২) ও মো. শিহাব (৩২)। তাদের বাড়ি ভোলা, নারায়ণগঞ্জ ও রংপুর বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি, কিছু মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। এসময় মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামীরা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে কাভার্ডভ্যানে করে ভোলায় নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি