বাংলাধারা প্রতিবেদক»
নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে জান্নাতুল আজম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টায় বাটা গলি রোডের হাফিজুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল আজম মো. ইয়াসির আরাফাতের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, ‘জান্নাতুল আজম নামে এক গৃহবধূ আজ দুপুর ২টায় নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তার স্বামী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বাংলাধারা/আরএইচআর