১৫ জুলাই ২০২৫

কোলবালিশ ও বিছানার রক্তের দাগ, কাল সংবাদ সম্মেলনে আসছেন পরীমণি

বাংলাধারা ডেস্ক »

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। হঠাৎ করে গতবছরের শেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন, স্বামী অভিনেতা রাজের সঙ্গে তার সংসারের ইতি টানছেন। পাশাপাশি শনিবার (৩১ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে আরও জানান, খুব শিগগির রাজকে ডিভোর্স লেটারও পাঠাবেন। ইতোমধ্যে তিনি ছেলে রাজ্যকে নিয়ে ঘর ছেড়েছেন।

শনিবার দিনগত রাতে পরী জানিয়েছিলেন স্বস্তির সংবাদ। তিনি মান-অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছেন বলেই প্রকাশ করেন।

এর কয়েক ঘণ্টা পরই ফেসবুকে তিনি নতুন একটি পোস্ট দেন। এর সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন। এ ছবিতে দেখা যায়, রক্তমাখা বিছানা ও বালিশ। পরীমণি ছবি দুটি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার।
আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং….’

আজ রবিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় পরীমনির পোস্ট করা ছবি দুটি নতুন করে নতুন জটিলতার আভাস দিচ্ছে। কী হয়েছে পরীর? ভক্ত-অনুরাগীদের প্রশ্ন, স্বামী রাজের সঙ্গে আবার কোনো ঝামেলায় জড়িয়েছেন তিনি? এ কারণেই কী মারামারির ঘটনা ঘটেছে? না অন্যকিছু?

আরও পড়ুন