বাংলাধারা ডেস্ক »
অস্ট্রেলিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মেসি ও আলভারেজের গোলে আলবিসেলেস্তেদের জয়ের ব্যবধান ২-১। অস্ট্রেলিয়ার গোলটি প্রতিপক্ষের উপহার। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান আর্জেন্টিনার ফার্নান্দেজ।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শনিবার শেষ ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে আসে ডাচ শিবির। আগামী ৯ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিতে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।
আহমাদ বিন আলি স্টেডিয়ামে ৩৫ মিনিটে মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে দ্বিতীয় গোলটি এটি তার। ৭৭ মিনিটে হার্নান্দেজের আত্মঘাতি গোল। ব্যবধান ২-১ এ নামিয়ে আনে অস্ট্রেলিয়া।
শেষের দিকে বেশ কটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের অন্তিম মুহূর্তে গোলশোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কৌলের শট এক হাত দিয়ে প্রতিহত করে গোল সেভ করেন আর্জেন্টিনার গোলরক্ষক।
ম্যাচে বল পজিশনে আর্জেন্টিনা ছিল বেশ এগিয়ে, শতকরা ৬১ ভাগ। ১৪টি শটের ৫টি ছিল লক্ষ্যে তাদের। অস্ট্রেলিয়ার ৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি। তবে অস্ট্রেলিয়া কর্ণার পায় তিনটি, আর্জেন্টিনা সেখানে একটি।