ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

ক্যান্সারের সঙ্গে লড়ছেন সোলসের রনি

বাংলাধারা প্রতিবেদন  »

স্বাধীনতার ঠিক পরের বছর চট্টগ্রামের কয়েকজন সংগীতপ্রেমী তরুণ একত্রিত হয়ে গঠন করেন গানের দল সোলস, যার মধ্যে অন্যতম সুব্রত বড়ুয়া রনি।

দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার সুব্রত বড়ুয়া রনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছেন। ইতিমধ্যে ফুসফুস থেকে ক্যানসারের সংক্রমণ শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। করোনা শুরুর আগে রনির শরীরের ক্যানসার ধরা পড়ে। এরপর ঢাকায় তাঁর চিকিৎসা শুরু হয়।

ঢাকার একটি হাসপাতালে তাঁর কেমোথেরাপি দেওয়া হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে মাঝেমধ্যে একই হাসপাতালে চিকিৎসা নেন তিনি। শুরুর দিকে সংক্রমণ ছড়িয়ে পড়লেও চিকিৎসকেরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হাল ছাড়েননি রনিও। দুরারোগ্য এই ব্যাধি থেকে বাঁচার জন্য লড়াই করে চলছেন তিনি।

বর্তমান শারীরিক অবস্থা খুব বেশি উন্নতি না হলেও অবনতি নেই। ছয়টি কেমো থেরাপি দেওয়ার পর রনি দুর্বল হয়ে পড়েছে। ফুসফুস থেকে ক্যানসার হাড়েও ছড়িয়ে পড়েছে। রনির রোগমুক্তির জন্য সবার শুভকামনা চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন