বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামে ‘এমওএসএইচ ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট’র জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন সাবেক লায়ন গভর্ণর কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া।
রূপম কিশোর বড়য়া-সুপ্রভা বড়ুয়া ট্রাস্টের পক্ষ থেকে ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নের জন্য এ অনুদান দেওয়া হয়।
সোমবার (২৯ মার্চ) ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষে জেলা ৩১৫বি-৪ এর রিজিয়ন চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন অপু, লায়নস ক্লাব অব চিটাগং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন শুভ-নাজ-জিনিয়া, লায়ন আশরাফুল ইয়াসিন, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির মেম্বার সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি ডা. আঞ্জুমান আরা ইসলাম, সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইফতেখার হোসেন সোহাগ, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. কামরুন নাহার দস্তগীর, মো. হারুন ইউছুপ, অটিজম ও শিশুবিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনুরুপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আজাদী সম্পাদক এমএ মালেক লায়ন রূপম কিশোর বড়ুয়াকে চট্টগ্রামে এ ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি চট্টগ্রামের ব্যবসায়ী ও শিল্পপতিদের ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে লায়ন রূপম কিশোর বড়ুয়ার মতো এগিয়ে আসার আহ্বান জানান।
লায়ন রূপম কিশোর বড়ুয়া কনফিডেন্স সিমেন্টের পক্ষ থেকে ভবিষ্যতে ক্যান্সার হাসপাতাল নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাধারা/এফএস/এআই