কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পৃথক স্থানে গুলি ও ছুরিকাঘাতে দু’রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪, এক্সটেনশনে পৃথক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানায় ওসি মো. শামীম হোসেন।
নিহতরা হলেন— উখিয়ার পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-A, সাব ব্লক-A-8 এলাকার মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪) ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে ঘর নং-৯৯-A, ব্লক- C-1’র বাসিন্দা রশিদ আহমেদের ছেলে কবির আহমেদকে (২৭) গুলি করে এবং চাকু দিয়ে একাধিক আঘাতের পর হত্যা করা হয়।
ওসি জানান, সোমবার ভোররাতে উখিয়ার ৫ নং পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-A, সাব ব্লক-A-8, ঘর নং-৬৭৬ এর সামনে ইটের সলিং রাস্তার উপর নুর বশর(৫৪)কে ৩০/৪০ জন অস্ত্রধারী বাড়ি থেকে বের করে এনে গুলি করে। একটি গুলি ভিকটিমের বুকের বাম পাশে ২য় গুলি বাম পাশের কোমরে করে।
অপরদিকে, একই রাত ভোরে উখিয়ার ৪ নং রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের আই ব্লকের কাটা তারের বেড়া থেকে উত্তর দিকে ২০০ মিটার দূরে ছোট পানির ঝিরির বাম পাশে ধরে নিয়ে রোহিঙ্গা কবির আহমেদ(২৭)কে দুর্বৃত্তরা ধরে নিয়ে গুলি করে। সাথে চাকু দিয়ে একাধিক আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উল্লেখ করে ওসি আরো বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বৃদ্ধি করা হয়েছে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাজাপালং ও পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। এর পাঁচ দিনের মাথায় আবারো দুইজনকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।