ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

ক্রিকেটার নাছিরের স্ত্রী তামিমার তালাক নামায় যত অসঙ্গতি!

বাংলাধারা প্রতিবেদক »

নাছির হোসাইন, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক নাম। বলিং, ব্যাটিং ও ফিল্লিং এ সমান পারদর্শি এই ক্রিকেটার। তবে সম্প্রতি নাছির ও তামিমার বিয়ে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার। ফলে ব্যক্তিগত বিষয়টিও আর ব্যক্তিগত থাকছে না। এই ঘটনা সামাজিক অবক্ষয়কেও ইঙ্গিত করে।

সৌদি এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানাকে নাছির হোসাইন বিয়ে করেছেন। জাকজমকপূর্ণ বিয়ের একদিন পরই নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

তামিমার স্বামী পরিচেয়ে নাকিব হোসেন নামের সেই যুবকের দাবি নতুন করে যেমন বিতর্কের জন্ম দিয়েছে তেমনি সন্দেহ, অবিশ্বাস ও নাছির-তামিমার বিয়ে নিয়ে বৈধতার প্রশ্ন।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্ট-এ নাছির তামিমার বিয়ে ও রাকিব হোসেনকে তামিমার তালাক নামায় বেরিয়ে এসেছে বেশ কিছু অসঙ্গতি।

অসঙ্গতি সমূহ-
১) রেজিস্ট্রি ডাকযোগে তালাকনামা পাঠানোর খাম দেখাতে পারলেও রিসিট দেখাতে পারেননি।
২) সালিশি বোর্ডের নিয়ম মানা হয়নি।
৩) রাকিবের এলাকার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বা কমিশনার কার্যালয়েও তালাকনামা পাঠানো হয়নি।
৪) কাজী নিজে তালাকনামা পাঠানোর বিধান থাকলেও সেটি করেননি। বরং সেটি তামিমা ও তার পরিবারের কাছে হস্তান্তর করে আইনি লঙ্গন করেছেন।
৫) ছেড়া তালাকনামা সংরক্ষণে রাখলেও রাকিব সেই তালাকনামা ছিড়ে ফেলেছেন তার কোনো প্রমাণ দেখাতে পারেননি।
৬) তালাকের পরও তামিমা রাকিবের সাথে সম্পর্ক থাকার বিষয়টি সন্দেহকে আরও ঘণিভূত করেছে।
৭) তালাক দেওয়ার পরও তামিমার পাসপোর্টে স্বামীর নাম পরিবর্তন করা হয়নি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন