ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

ক্রিস্টাল মেথ, কাঠ ও ট্রলারসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (আইস) ও কাঠভর্তি ট্রলারসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করে ২ বিজিবি ব্যাট্যালিয়ন সদস্যরা।

বুধবার (৯ মার্চ) বিকেলে সেন্টমাটিনের অদুরে নাফনদীর মোহনায় বিজিবি’র বিশেষ টহল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হল— মিয়ানমার আইকাব জেলার মৃত মুজিবুল্লাহের ছেলে মো. ইলিয়াস(৫৫), একই এলাকার করিম উদ্দিনের ছেলে মো. করিম (২০), মো. আনুর ছেলে মো. ইমাম হোসেন (২৭), মো. আবুল কালামের ছেলে মো. শাহ আলম (৩০), মৃত জাকারিয়ার ছেলে মো. ফোরকান (২৬) ও আব্দুল করিমের ছেলে মো. আব্দুল হাফেজ (৪০)।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোয়েন্দা তথ্যে খবর আসে মিয়ানমার হতে কাঠ বোঝাই একটি ট্রলার নাফনদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সেখানে মাদক আইসও রয়েছে। এ খবরে বিজিবি’র টহলদল সন্দেহভাজন ট্রলারটিকে চ্যালেঞ্জ করে এবং থামার সংকেত দেয়। বিজিবি’র সংকেত পেয়ে ট্রলারটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তা জব্দ করা হয়। পরে ভাটার কারণে ট্রলারটি জিন্নাহ খালের চরে আটকা পড়ে। পরবর্তীতে রাতের জোয়ারে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয় ট্রলারটি।

এসময় ট্রলারটি তল্লাশি করে এক কেজি ৫৯গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও অবৈধ গর্জন কাঠ জব্দসহ মিয়ানমারের ৬ জন নাগরিককে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এবং আটক মিয়ানমারের ৬ নাগরিককে জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

আরও পড়ুন