খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা দেশের মত খাগড়াছড়িতেও শুরু হয়েছে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচী।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এ সময় তিনি বলেন, প্রাণঘাতি করোনা মহামারি মোকাবেলায় সরকারের দৃপ্ত পদক্ষেপ গ্রহনের অংশ হিসেবে আজ থেকে সেনা সদস্যেদের মাঝে টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সকল সেনা সদস্যদের টিকা গ্রহন নিশ্চত করা হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ থেকে করোনা দূর করা সম্ভব হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রিজিয়ন কমান্ডার।
এ সময় অন্যান্যের মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ জাহাংগীর আলম, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মহসীন হাসানসহ রিজিয়ন ও বিভিন্ন জোনের পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এইচএফ