খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলাতে সারা দেশের ন্যায় ১৬টি বুথে শুরু হয়েছে কোভিড ১৯টিকাদান কর্মসূচি।
রোববার (৭ফেব্রুয়ারি) সকালের দিকে স্বাস্হ্যমন্ত্রী জাহিদ মালেক এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ টিকা কর্মসূচীর উদ্বোধনের পর খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ২টি বুথে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচী শুরু হয়।
খাগড়াছড়িতে সাহসীকতার সাথে কোভিড -১৯ প্রথম টিকা নিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। দ্বিতীয় টিকা নিলেন খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, তৃতীয় টিকা নিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ ।
অনুষ্ঠানে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল এিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ উপস্থিত ছিলেন।

এদিকে একই সাথে জেলার ৭টি হাসপাতালে ১৪টি বুথে খাগড়াছড়ি,মাটিরাঙ্গা, গুইমারা রিজিয়ন ও গুইমারা বিজিবি সেক্টরে কোভিড -১৯টিকা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা:নুপুর কান্তি দাশ জানান, জেলার এ পর্যন্ত টিকা গ্রহনের জন্য ৫হাজার ৩০০ জন রেজিষ্টেশন করেছেন। কোভিড ১৯ টিকার প্রথম দিন ৬১২জন কে টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের জন্য জেলা পর্যায়ে ১৬জন, উপজেলা পর্যায়ে ২৮জনকে টিকা প্রয়োগের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
কোভিড -১৯টিকা সুষ্টভাবে প্রদানের লক্ষে সরকারি স্বাস্হ্যকর্মীদের বাহিরে খাগড়াছড়ি যুবরেড ক্রিসেন্ট সোসাইটির ৩৩জনকে কোভিড -১৯টিকাদান প্রশিক্ষন প্রদান করা হয়েছে বলেন জানান খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা:নুপুর কান্তি দাশ।
প্রসঙ্গত, ৩১শে জানুয়ারি প্রথম ধাপে গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়্যার হাউস থেকে খাগড়াছড়ি জেলায় ১২হাজার ডোজ টিকা এসেছে।
বাংলাধারা/এফএস/এইচএফ