খাগড়াছড়িতে নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ প্রত্যুষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।
প্রধান অতিথি হিসেবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, এডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো, আনুষ্ঠানিক সালাম গ্রহণ, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বীর শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।