ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

খাগড়াছড়িতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মানিকছড়ি উপজেলায় সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে।

১৪ এপ্রিল সকালে মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে বাংলা নববর্ষ ১৪৩১ বরণে এক বর্ণাঢ্য সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, মানিকছড়ি থানার ওসি মো. ইকবাল উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএ জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান (ফারুক) সহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী সহ সর্বস্থরের জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।
পরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন