ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

খাগড়াছড়িতে প্রথম মডেল মার্কেট উদ্বোধন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদে জেলার প্রথম মডেল মার্কেটের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বুধবার (৯ডিসেম্বর)  দুপুরে ‘সারাদেশে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ র আওতায়  ৩কোটি টাকা ব্যয়ে  জেলার ভাইবোন ছড়া  বাজারে এ মডেল মার্কেটের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়।

দু,তলা মডেল মার্কেটের প্রথম তলায় মাছ,মাংস ও সবজির দোকান, মুদি দোকান ৬টি। দ্বিতীয় তলায় পানীয় জলের ব্যবস্থাসহ ১৬টি দোকান থাকবে। ৬টি ওমেন্স কর্ণার ও ৪টি টয়লেট থাকবে।

খাগড়াছড়ি স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:শাহাজাহান বলেন, স্থানীয় সরকার অধিদপ্তরের নতুন প্রকল্প দেশব্যাপি গ্রামাণী বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া বাজারে ৪তলা ফাউন্ডেশন  বিশিষ্ট দু,তলা মডেল মার্কেটটির কাজ দ্রুত সম্পন্ন হবে। জেলার স্থানীয় ঠিকাদার প্রতিষ্টান অনন্ত বিকাশ ত্রিপুরা কাজটি ১১মাসের মধ্যে সম্পন্ন করবেন বলে আশা করছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শাহাজাহান, সিনিয়র সহকারি প্রকৌশলী মো: বেলাল হোসাইন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা প্রমুখ।

মডেল মার্কেটটি নির্মাণ শেষ হলে জেলার ভাইবোনছড়া ইউনিয়নের নাগরিক সেবার মান আরো উন্নত হবে বলে বক্তারা মন্তব্য করেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন