খাগড়াছড়ি প্রতিনিধি »
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনে হতদরিদ্র এক কৃষকের ৮০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর শহরের ২নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় দুস্থ কৃষক আব্দুল করিমের জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে ধান কাটায় অংশ নেয়- কমিটির যুগ্ম-আহবায়ক মো. মনির হোসেন, সদস্য সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, যুগ্ম সম্পাদক তমি ত্রিপুরা, পৌর ছাত্রলীগের সাংগঠনিক জামিরুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুসাফা চৌধুরী, ২নং পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মাহামুদ।
এছাড়াও কমলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক থইম্রং মারমাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে পৌছে দেন।
কৃষক আব্দুল করিম ও তার স্ত্রী হালিমা বেগম বলেন, করোনার এমন দূর্যোগময় মূহুত্বে যখন পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটছে তখনেই আমার ২ কানি (৮০ শতক) জমির ধান কেটে দিতে সাহার্য্যরে হাত বাড়য়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। দারিদ্রতার অর্থ সংকট ও তীব্র রৌদে ধান কাটাতে পারছিলাম। এমন সময় পাশে এসে দাঁড়ালো জেলা ছাত্রলীগ। এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়ে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বাংলাধারা/এফএস/এআর