খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড় পিলাক এলাকায় জান্নাত বেগমের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার দায়ে স্বামী মো. মোখলেছ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় ঘোষনা করেন। পরে তাকে ২০হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামীকে জেল হাজতে পাঠানো হয়।
মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামী মো. মোখলেছুর মিয়া ৭ দিনের মধ্যে আপিল করতে পারবে বলে জানান আদালত।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানগো বলেন, ২০১৪সালে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার মেয়ের সাথে আসামী মোখলেছ মিয়ার বিয়ে হয়।তাদের সংসারে ১৮মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবেদ লেগে থাকতো। তার সূত্রধরে ২০১৭ সালের ২৩ সেপ্টম্বর সকাল ৮টার দিকে পাষণ্ড স্বামী মোখলেছ মিয়া তার স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে।
নিহত জান্নাত বেগমের পিতা মো. ফারুক মিয়া বাদী হয়ে গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার ২০১৮সালের ১৪ ফেব্রুয়ারি মামলার চার্জশীট প্রেরণ করেন ৯জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, আসামির বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
বাংলাধারা/এফএস/এএ