খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুনপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮মার্চ) গভীর রাতের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেন ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২টি ফার্মেসী ২টি মুদি দোকান ১টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে নতুনপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরির্দশন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় এিপুরা, তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জান ডালি, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, ক্ষতিগ্রস্ত দোকানদারদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পরিদর্শনের সময় ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম ও উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুনপাড়া মসজিদের সামনে ৫টি দোকান বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূএপাত হয়। খবর পেয়ে পুুুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া সব। দোকানগুলো টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
বাংলাধারা/এফএস/এআর