ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

খাদ্যের যথেষ্ট মজুদ আছে, আতঙ্কের কিছু নেই : প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

দেশে যথেষ্ট খাদ্যের মজুদ আছে, সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আতঙ্কগ্রস্থ। তারা খাদ্য মজুদ করতে শুরু করেছে। আমি পরিস্কারভাবে বলতে চাই- আমাদের খাদ্যের কোনও সমস্যা নেই। আমাদের পর্যাপ্ত মজুদ আছে। তাই অহেতুক বাজারে চাপ সৃষ্টি করবেন না।

তিনি বলেন, আমরা কয়েকটি হাসপাতাল সুনিদৃষ্ট করে দিয়েছি যেখানে করোনাভাইরাসে আক্রন্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার-নার্সসহ যারা কর্মরত রয়েছেন তাদেরও নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যেতে পারে এ আতঙ্কে ক্রেতারা বেশি বেশি নিত্যপ্রয়োজনীয় পণ‌্য মজুদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হঠাৎ বেশ কিছু পণ‌্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এদিকে বাজার দর ঠিক রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন