ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

খুলছে আগামীকাল থেকে; পর্যটকরা মাস্ক ছাড়া ঢুকতে পারবে না কোনো বিনোদন কেন্দ্রে

বাংলাধারা প্রতিবেদক »

দীর্ঘ সময় পর আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে খুলছে চট্টগ্রামের সকল বিনোদন কেন্দ্র।‌ এ উপলক্ষে সজ্জিত হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। প্রস্তুতি সারছে কর্তৃপক্ষ।

গত ১২ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে ১৯ আগস্ট থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলবার বিষয়টি উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আসন সংখ্যা ৫০ শতাংশ ব্যবহারের কথা।

বিনোদন কেন্দ্র খোলার ঘোষণার পর নগরের বিনোদন কেন্দ্রগুলোতে পুরোদমে শুরু হয়েছে ব্যস্ততা। চলছে রাইড মেইনটেনেন্স, ধোয়া-মোছা সহ যাবতীয় কাজ।

মাস্ক ছাড়া কোনো দর্শণার্থীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না এমন নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ।

ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের উপ-মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বাংলাধারাকে বলেন, পহেলা এপ্রিলে আমরা বন্ধ করেছিলাম।‌ দীর্ঘ পাঁচ মাস পর লোক সক্ষমতার অর্ধেক নিয়ে কালকে থেকে চালু থাকবে আমাদের বিনোদন কেন্দ্র। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও আমরা প্রস্তুতি সেরে নিচ্ছি। ফয়’স লেকসহ ওয়াটার পার্কের প্রধান গেইট এ থাকবে হেন্ড সেনিটাইজার এবং ফুট সেনিটাইজারের ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের দৃষ্টি আছে।

এসময় তিনি আরও বলেন, বিনোদন কেন্দ্রে অতিথি যারাই আসবেন অবশ্য মাস্ক পরতে হবে। আমরা বিভিন্ন পয়েন্টে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থাও রেখেছি।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন