বাংলাধারা ডেস্ক »
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি রূপসার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মিজানুর রহমান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ জানান, এই মুহূর্তে তাদের হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩৫২জন রোগী। সবশেষে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে চারজন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ