ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

খুলনার রানের পাহাড় টপকাতে পারবে কী রাজশাহী?

 

বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০৯ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়াও ফিফটির দেখা পেয়েছেন উইলিয়াম বোসিস্তো। রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ২১০ রান।

চলমান বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছিল খুলনা। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতে সময় লাগেনি, এরপর টানা চার ম্যাচ হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।

চট্টগ্রামে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। তাদের ভালো শুরু এনে দেন মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। প্রথম দুই ওভারেই স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেন তারা। ১৪ বলে ২৭ রান করা নাঈমকে বোল্ড করে রাজশাহীকে প্রথম ব্রেক থ্রু এনে দেন জিসান আলম।

এরপর মিরাজকে ফেরান তাসকিন আহমেদ। আউট হওয়ার আগে রাজশাহীর এ পেসারকে টানা দুটি ছক্কা মেরেছেন মিরাজ। ১৩ বলে দুইশো স্ট্রাইকরেটে ২৬ রান আসে খুলনা অধিনায়কের ব্যাট থেকে। অ্যালেক্স রস ফিরেছেন রান আউট হয়ে।

তবে দারুণ ব্যাটিং করেছেন আফিফ হোসেন ধ্রুব ও উইলিয়াম বোসিস্তো। দুজনেই শুরুতে করেছেন দায়িত্বশীল ব্যাটিং। তবে সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তারা। ৪২ বলে ৫৬ রান করে থামেন আফিফ। বোসিস্তোর ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৫৫ রানের ইনিংস।

শেষের দিকে ঝড় তুলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। রাজশাহীর বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করে অপরাজিত ছিরেন তিনি।রাজশাহীর হয়ে ২টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ১টি উইকেট শিকার করেছেন জিসান আলম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ