ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

খুলশীতে গৃহপরিচারিকার বিরুদ্ধে ২২ লাখ টাকার স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগ, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশী থানায় গৃহপরিচারিকার বিরুদ্ধে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে। 

গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী মোঃ মাহবুবুর রহমান থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, আসামি সেলিনা আক্তার আফিয়া প্রায় দেড় মাস ধরে বাদীর বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করছিলেন।

৯ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে বাদী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুরতে বের হন। সন্ধ্যা সাড়ে ছয়টায় বাসায় ফিরে তারা দেখতে পান, আলমারির ড্রয়ারের তালা ভেঙে নগদ ১ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। চুরিকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে ২.৫ ভরি ওজনের এক জোড়া বালা, ১২.৫ ভরি ওজনের তিনটি গলার সেটসহ মোট ২২ লাখ টাকার মূল্যমানের জিনিসপত্র রয়েছে।

খুলশী থানায় এজাহারের ভিত্তিতে মামলা নং-০৮ রুজু করা হয়। পুলিশি তদন্তের পর গতকাল (২২ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকার কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে এসআই রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স আসামি সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে চুরিকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে ১২.৫ ভরি ওজনের বিভিন্ন ধরনের গহনা, নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে একটি ব্রেসলেট, দুই জোড়া বালা, একটি গলার হার, দুটি কানের দুল, দুটি চেইন, একটি গলার চিক, আরও দুটি কানের দুল এবং তিনটি রিং।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন