ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

খুলশীতে স্কচটেপ ও রশিতে বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ গেট এলাকা থেকে হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮-৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশটি উদ্ধার করি। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল। পরিচয় শনাক্ত করার জন্য কাজ চলছে।”

বর্তমানে ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ স্থানীয়দের সহায়তা নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ