বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারে পহেলা জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘উইন্টার ফেস্টিভ্যাল’।
বুধবার (৩০ ডিসেম্বর) খুলশী টাউন সেন্টার ওনার্স এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মাসব্যাপী উইন্টার ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।
ফেস্টিভ্যাল উপলক্ষে শীতকালীন পিঠা উৎসব, মেহেদী উৎসব, চুড়ি মেলা, ফুল ও বইমেলা, কিডস কার্নিভ্যাল, ম্যাজিকাল শো, আনপ্লাগড মিউজিক সেশন, ফ্যাশন শো এবং র্যাফেল ড্র ফেস্টিভ্যাল এবং বিশেষ আকর্ষণ হিসেবে সেলফি কন্টেস্টের আয়োজনের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলশী টাউন সেন্টার ওর্নাস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ জালাল আহমেদ রুম্মান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক তানভীর রহমান, সহ অর্থ সম্পাদক তারেক হাসান জুয়েল, সহ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর, দপ্তর সম্পাদক কাজী সামি উদ্দিন আহমেদ, উপ দপ্তর সম্পাদক মাহবুবুল আলম, সদস্য আশরাফ উদ্দিন প্রমুখ।
বাংলাধারা/এফএস/এইচএফ