বাংলাধারা ডেস্ক »
যাত্রা শুরুর ১৫ বছর পূর্তিতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে চট্টগ্রামের প্রথম সুপারশপ খুলশী মার্ট। ‘টুগেদার ফর হিউমিনিটি’ শীর্ষক ১০ দিন ব্যাপি পরিচালিত কার্যক্রমে পাওয়া অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে তিনটি মানবিক সংগঠনের কাছে। সংগঠনগুলো হলো বিদ্যানন্দ ফাউন্ডেশন, আল মানাহিল এবং জাগো ফাউন্ডেশন।
সোমবার (৮ মার্চ) খুলশী মার্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিন সংগঠনের প্রতিনিধির হাতে অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এরআগে গত ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খুলশী মার্ট থেকে শপিং করে ৫% ডিসকাউন্টের সমপরিমাণ নগদ অর্থ ক্রেতারা তিনটি মানবিক সংগঠনকে অনুদান হিসেবে দান করেন।
এছাড়া ক্রেতাদের অর্থের সঙ্গে আরও ৫০% নগদ অর্থ খুলশী মার্ট কর্তৃপক্ষ তিন মানবিক সংগঠনকে প্রদান করেছে।
খুলশী মার্টের ব্যবস্থাপক মোহাম্মদ শাখের হোসাইন জানান, চট্টগ্রামের প্রথম এবং স্বয়ংসম্পূর্ণ সুপারশপ হিসেবে খুলশী মার্ট দেশি-বিদেশি গ্রাহকদের সেবা দিয়ে আসছে ১৫ বছর ধরে। এবার ১৫ বছর পূর্তি উপলক্ষে সিইও সরফরাজ আলীর বিশেষ উদ্যোগে ‘টুগেদার ফর হিউমিনিটি’ কার্যক্রম পরিচালিত হয়েছে। ক্রেতা-বিক্রেতা সবাই মিলে মানবিক উদ্যোগে সহযোগী হওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। টুগেদার ফর হিউমিনিটি কার্যক্রমে ১০ দিনে ক্রেতাদের শপিং-এর বিপরীতে বড় অংকের অর্থ সহায়তা জমা হয়। এই অর্থের সঙ্গে খুলশী মার্ট কর্তৃপক্ষ আরও ৫০% অর্থ যোগ করে তিনটি মানবিক সংগঠনকে হস্তান্তর করে।
এদিকে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুলশী মার্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, আল মানাহিল এবং জাগো ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
খুলশী মার্টের সিইও সরফরাজ আলী বলেন, গত ১৫ বছর ধরে দেশি-বিদেশি গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে খুলশী মার্ট। সব ধরনের পণ্যের সর্বোচ্চ গুণগত মান সুনিশ্চিত করে বিশ্বমানের পণ্যসেবা নিশ্চিত করে আমাদের এই সুপারশপ। আগামী দিনেও গ্রাহকদের নানামুখী সুবিধা দিয়ে মানবিক কার্যক্রমে সক্রিয় থাকবে খুলশী মার্ট।
খুলশী মার্টের ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী বলেন, খুলশী মার্টের সাথে একাত্ম থেকে সব দেশি-বিদেশি ভোক্তা, সরবরাহকারী এবং সব স্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য ব্যবসা করছে না। সবসময় জনকল্যাণ এবং মানবিক কার্যক্রমে খুলশী মার্ট কার্যকর ভূমিকা রাখছে এবং আগামীতেও এমন কার্যক্রম চলমান রাখবে।
খুলশী মার্টের ১৫ বছর পূর্তি এবং গ্রাহকদের আন্তরিকভাবে সেবা দিয়ে যাওয়ায় সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ জানান গুলশানা আলী। বিজ্ঞপ্তি
বাংলাধারা/এফএস/এআর