আন্তর্জাতিক ডেস্ক »
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনের আগে দিয়ে পূর্বসূরি ডনাল্ড ট্রাম্প ও তার সমর্থকদের বিরুদ্ধে গণতন্ত্রকে ক্ষুন্ন করার অভিযোগ তুলে ‘কোনও ভুল না করার’ ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন। ‘আমাদের সবার জন্য গণতন্ত্র এখন ব্যালটে’ উল্লেখ করে তিনি বলেন, কিছু রিপাবলিকান প্রার্থী মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে যদি তারা ফল মেনে নিতে অস্বীকৃতি জানায় তাহলে তা গণতন্ত্রের জন্য হুমকি হবে।
নির্বাচনী ফল মেনে না নেওয়ার মানসিকতা উস্কে দেওয়ার জন্য বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষারোপ করেন।
৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বুধবার ওয়াশিংটন ডিসিতে গত বছরে ট্রাম্প সমর্থকদের হামলাস্থল ক্যাপিটল হিলের অদূরেই বক্তব্য রাখার সময় বাইডেন এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্টের (ট্রাম্প) কারণে আমেরিকার গণতন্ত্র হামলার হুমকিতে আছে।’
আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফল কোনও রিপাবলিকান প্রার্থী মেনে না নিতে চাইলে দেশ বিশৃঙ্খল পরিস্থিতিতে পর্যবসিত হতে পারে বলে বাইডেন সতর্ক করেন।
শীর্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি সঙ্গে সঙ্গেই বাইডেনের কথার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যখন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ঠিক তখনই তিনি বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি বলেন, ডেমোক্র্যাটদের নীতি মানুষের জীবনযাত্রা ব্যয় বাড়িয়ে দিয়েছে। আমেরিকার লোকজন আর এই নীতি গ্রহণ করবে না।
মধ্যবর্তী নির্বাচনে ভোট হবে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন এবং সেনেটের ৩৫ আসনের জন্য। এ নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের ডেমোক্র্যাট দল কংগ্রেসের দুই কক্ষেরই পূর্ণ নিয়ন্ত্রণ হারাতে পারে।
বেশিরভাগ নির্বাচনী পূর্বাভাসে বলা হচ্ছে, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাবে। অনদিকে, সেনেট ডেমোক্র্যাটদের অনুকূলে যেতে পারে। নতুন কোনও আইন সহজে পাস করতে গেলে বাইডেনের জন্য কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ পাওয়া জরুরি।
মার্কিন সরকার গত সপ্তাহে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি বুলেটিন দিয়ে মধ্যবর্তী নির্বাচনের আগে দেশে সহিংস উগ্রবাদের প্রচণ্ড হুমকি বিরাজ করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, নির্বাচনী প্রার্থী এবং কর্মীরা প্রতিশোধ হামলার শিকার হতে পারে।