বাংলাধারা ডেস্ক »
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরও স্থানীয়ভাবে বিচারের অজুহাতে মামলা নিতে গড়িমসি করায় ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) জেলা পুলিশের ইন্সপেক্টর (ডিআই-টু) সাজ্জাদ রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগের বরাতে পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে রাত ৮টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভার এক গৃহবধূকে বাড়ির পাশের দোকান থেকে সদাই নিয়ে ফেরার পথে তুলে নিয়ে যায় চার বখাটে।
এরপর তারা সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করে েএবং ভিডিও করে। সেই ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে আবার ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। এ ঘটনায় ১৫ মে আড়াইহাজার থানায় চার ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন ওই নারী। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেয়ায় এবং স্থানীয়ভাবে বিচারের অজুহাতে সময়ক্ষেপণ করায় ওসি আক্তার হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়। আড়াইহাজার থানার পরির্দশক (তদন্ত) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে গণধর্ষণের ঘটনায় ৪ ধর্ষক ও তাদের দুই সহযোগী হুমকিদাতার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা হয়েছে। পুলিশ নাজমুল হোসেন ও ইয়াকুব নামে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। চার ধর্ষক হল- গাজীপুরা এলাকার ছায়েদ আলীর ছেলে সেলিম, ছালামের ছেলে নাঈমউদ্দিন, কফিলউদ্দিনের ছেলে সোহেল ও একই এলাকার নিজামউদ্দিনের ছেলে আবুল।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি