ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরে

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় একমাসের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক গতিতে ফিরেছে চট্টগ্রাম বন্দর। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রেকর্ড পরিমাণে কনটেইনার ডেলিভারি হচ্ছে। এর ফলে বন্দরে কনটেইনার জটের শঙ্কা কেটেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি, ইন্টারনেট প্রবলেম- এজন্য আমাদের কনটেইনার ডেলিভারিটা কমে গিয়েছিল। বন্দরের অভ্যন্তরে যদিও আমরা জাহাজে পণ্য ওঠানামা প্রায় স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কনটেইনার ডেলিভারি না হওয়াটা আমাদের জন্য দুশ্চিন্তার ছিল। কিন্তু গত এক সপ্তাহে আমাদের কনটেইনার ডেলিভারি অনেক বেড়েছে। বলা যায়, ডেলিভারিটা স্বাভাবিক হয়ে এসেছে। বন্দরের অভ্যন্তরে সব কার্যক্রমও একদম স্বাভাবিক হয়ে গেছে।’

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে বন্দর থেকে প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার টিইউস কনটেইনার ডেলিভারি হচ্ছে। এর মধ্যে আমদানি পণ্যবোঝাই কনটেইনার আছে, খালি কনটেইনার আছে, আবার রফতানি পণ্যবোঝাই কনটেইনারও জাহাজে তোলা হচ্ছে।

আরও পড়ুন