বাংলাধারা প্রতিবেদন »
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুটি দোকানে অভিযান চালিয়ে গরুর মাংসে ক্ষতিকর রঙ মেশানোর অপরাধে তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় দুই দোকান থেকে রঙ মেশানো ছয় মণ মাংস জব্দ করা হয়।
সোমবার (২৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম জানান, ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে চালানো হতো। শুধু তাই নয়, ক্ষতিকর রঙ দিয়ে তৈরি করা কৃত্রিম রক্ত মেশানো হয় গরুর মাংসে। এই অভিযোগে নিউমার্কেট এলাকার দুটি দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে আটক করা হয়েছে।
ওই দুই দোকান থেকে ছয় মণ মাংস জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম