আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েজেদুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ওয়েজেদ স্থানীয় সিরাজুল ইসলামের পুত্র।
বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামশুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বরুমচড়া ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের পুত্র ওয়েজেদ বাড়ির পাশের গাছের ডাল কাটতে গাছে উঠে। এসময় গাছের ডাল বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েজেদ পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।