বাংলাধারা প্রতিবেদক »
বারৈয়ারহাট পৌর মেয়র রোজউল করিম খোকনের ‘অবৈধ স্থাপনা’ গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক বিভাগের বাধা উপেক্ষা ও ক্ষমতার অবপ্যবহার করে মহাসড়কের জায়গা দখল ও দোকান বাণিজ্যের উদ্দেশে আধাপাকা দোকান নির্মাণ করছিলেন তিনি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ফুট ওভার ব্রিজের উত্তর পাশে কাশবন রেস্টুরেন্টর সামনে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
অভিযোগ উঠেছে, মেয়র খোকন সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। এছাড়া মহাসড়ক দখল করে কাঠের স্তুপ, নিমার্ণসামগ্রী রেখেছেন। যার ফলে জন ও যান চলাচলে দুর্ভোগ-বিঘ্ন ঘটাচ্ছিল।
এদিকে উপজেলা প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে একাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন বারৈয়ারহাট পৌর মেয়র রোজউল করিম খোকন। এতে দেখা যায়, প্রশাসনের উচ্ছেদ অভিযানের ছবি ও ভিডিও। তিনি সেখানে লিখেন, ‘জনস্বার্থে কাজ করা অন্যায়। ভালো কাজ করা যাবে না। অন্যায়টা ন্যায়ে পরিণত হয়েছে।’
আরও পড়ুন – কিছু ভুঁইফোড় অনলাইনে আমাকে নিয়ে অপপ্রচার চলছে, দাবি মেয়র খোকনের
মিরসরাই উপজেলা প্রশাসন জানায়, মিরসরাইয়ের বারৈয়ারহাট বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন পাকা ও টিনশেড দোকান বুলডোজার দিয়ে গুঁডিয়ে দেয়া হয়। এছাড়া সড়কের পাশে রাখা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে পৌরসভাকে নির্দেশ দিয়ে সরকারি জায়গায় কোন ধরনের স্থাপনা নির্মাণ না কারার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে একই এলাকায় মহাসড়কের পাশে রাস্তার উপর করাতকলের কাঠের স্তুপ রাখায় ২টি করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশে কাঠের স্তুপ রাখায় জরিমানা করে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পৌরসভার সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে মেয়র খোকন জানান, যেহেতু টার্মিনালের জন্য পৌরসভার নিজস্ব কোন জমি নেই তাই সরকারের পড়ে থাকা পরিত্যক্ত জমিতে এসব করা হচ্ছে দাবি করেন তিনি।
সাম্প্রতিক সময়ের একটি ঘটনা উল্লেখ করে মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘এতদিন বারইয়ারহাট পৌর বাজারের ফুটপাত দখল করে যত্রতত্র ফল দোকান থেকে শুরু করে নানা ধরনের বাজার বসতো। আমরা এখন তাদের ফুটপাত থেকে অপসারণ করে মহাসড়ক থেকে দূরে অন্যত্র পুনর্বাসনের উদ্যোগ নেই। যা পৌরসভার সভায় রেজুলেশন আকারে সিদ্ধান্ত নেয়া হয়।’