ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

গুইমারায় সিএইচটি ‘ক্লাইমেট রিসিলেন্স প্রজেক্ট’ সিসিআরপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সিআরসি সদস্যদের অংশীজনদের সিএইচটি ‘ক্লাইমেট রিসিলেন্স প্রজেক্ট’ সিসিআরপি প্রকল্প হস্তান্তর ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর)সকাল ১১টার দিকে গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা।

সিসিআরপি প্রকল্পের দাতা সংস্হা ড্যানিডা, সহযোগিতায় এস আই ডি- সিএইচটি ইউএনডিপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ পরিচালনায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিজ ঝর্না এিপুরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মিজ পরিচিতা খীসার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা।

স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সিসিআরপি প্রকল্পের জেলা ব্যবস্থাপক সুশান্ত চাকমা।

হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা ফেসিলিটেটর এস আই ডি সি এইচ টি ইউএনডিপি ফোকাল পার্সন সিসিআরপি অংক্যছেন মারমা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপি প্রকল্পের মনিটরিং এন্ড রির্পোটিং অফিসার তপন এিপুরা, সিসিআরপি প্রকল্পের গুইমারা উপজেলার কমিউনিটি অর্গানাইজার মো:কোরবান আলী,কমিউনিটি অর্গানাইজার অংচিংমং মারমা, সিন্দুকছড়ি ইউনিয়নের ডেবলছড়ি মৌজার হেডম্যান কংঞো চৌধুরী,সিন্দুকছড়ি ইউনিয়নের সিআরসি’র মহাজন পাড়ার সভাপতি কংঞোরাং মারমা,হাফছড়ি ইউনিয়ন পরিষদের সিআরসি রেম্রাপাড়ার সাধারন সম্পাদক চাইহলা অং মারমা, হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়ার মহিলা কার্বারী আনাই মারমা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বলেছেন, সম্মিলিত প্রয়াসই পারে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রচেষ্টাকে সফল করতে।তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনে যে আকস্মিকতা, দ্রুততা ও অনিশ্চয়তা কাজ করছে তার জন্য মূলত মানুষের কর্মকান্ডই দায়ী। তাই মানুষকেই এ ঝুঁকি থেকে বাঁচার উদ্যোগ নিতে হবে। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন কমে যাওয়া, ভূমিধস, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অসময়ে বৃষ্টিপাত প্রভৃতি জলবায়ু পরিবর্তনের ফলে সংঘটিত হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে ও সহনশীল প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেশের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রীর সুস্বাস্হ্য কামনা করেন তিনি।

কর্মশালায়, জনপ্রতিনিধি,হেডম্যান,কার্বারী সরকারি লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধি, সিআরসি’র সদস্যসহ সাংবাদিক প্রতিনিধি উপস্হিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ