চট্টগ্রাম: এক যুগ ধরে পলাতক থাকা চট্টগ্রামের বন্দর থানার এক গণধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন বাবুকে (৩৫) র্যাব-৭ এর সদস্যরা গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহিউদ্দিন বাবু, যিনি বন্দরটিলা এলাকার বাসিন্দা, এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। র্যাব-৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, দীর্ঘ ১২ বছর ধরে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকা বাবুর অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়।
জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন বাবু জানিয়েছেন, তিনি এতদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ানোর জন্য গোপনে স্থান পরিবর্তন করে আত্মগোপন করছিলেন। বর্তমানে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনাটি সমাজে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।