ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

গোল্ডেন সিটি লিও ক্লাবের কমিটি গঠন, প্রেসিডেন্ট আশিক-সেক্রেটারি আমেনা

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামে লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ‌‘লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি’ সংগঠনের সভাপতি হয়েছেন লিও মো. আশিকুর রহমান আরেফিন এবং সাধারণ সম্পাদক লিও আমেনা খাতুন।

সংগঠনটির উপদেষ্টা লায়ন আফরোজা বেগম নতুন এ কমিটির অনুমোদন দেন। ১৭ সদস্যের নতুন এই কমিটি আগামী ২০২২-২৩ সেবা বর্ষে দায়িত্ব পালন করবে।

১ জুলাই থেকে এই কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির বিভিন্ন কার্যক্রমের স্পনসর করবে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন লিও মাকসুদা রিমা, সদ্য সাবেক সভাপতি, লিও মাহি বিন জামান, সহ সভাপতি, লিও তুহিন অভি, সহ-সভাপতি, লিও শারমিন ইকরা, যুগ্ম সাধারণ সম্পাদক-এডমিন, লিও ফাতেমা আক্তার জেরিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রজেক্ট, লিও ফয়সাল আহমেদ ফরিদ, কোষাধ্যক্ষ, যুগ্ম কোষাধ্যক্ষ প্রশাসন লিও মো. আরিফুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ পরিষেবা লিও ইউসুফ আহমেদ সাব্বির, সিস্টার কো-অর্ডিনেটর লিও শানজানা দিল আফরুজ লাবন্য, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও জান্নাত ফেরদৌস, টেমার লিও আবদুর রহমান রাফি, জয়েন্ট টেমার লিও কামরুল হাসান রাব্বি, টেইল-টুইস্টার লিও আব্দুল করিম, জয়েন্ট টেইল-টুইস্টার লিও শাহিল সাকিব এবং স্পেশাল অ্যাসাইনমেন্ট লিও কামরুল ইসলাম রুবায়েদ।

নির্বাচিত সভাপতি আশিক আরেফিন বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে টিকে থাকতে তরুণ প্রজন্মকে শুধু শিক্ষায় নয়, উন্নত মানুষ হিসেবেও তৈরি হতে হবে। নিজেদের তৈরি করতে হবে সব পরিবর্তনকে মোকাবিলা করে শক্তভাবে টিকে থাকার। সেই সঙ্গে নিজের কাজের জবাবদিহির করণে নিজেদের প্রস্তুত করতে হবে। আশা করি, লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি সবাই একসঙ্গে দেশের কল্যাণে কাজ করবে।

আরও পড়ুন