চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাসীর ঘরের দরজা ভেঙে আলমিরায় রক্ষিত ৭ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ, নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিতের ঘাটা এলাকার শফি সওদাগরের নতুন বাড়ির প্রবাসী মোহাম্মদ ইসমাইলের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ১১টায় প্রবাসীর স্ত্রী আমেনা বেগম ঘর তালাবদ্ধ করে ছেলে ও মেয়েকে নিয়ে রাউজান উপজেলার বাপের বাড়িতে যান। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘরে এসে এ ঘটনা জানতে পারেন।
এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর স্ত্রী আমেনা বেগম।
আমেনা বেগম বলেন, বাড়ির পেছনের রান্না ঘরের দরজা দিয়ে চোরের দল প্রবেশ করেছে। তারা ঘরের তিনটি দরজা ভেঙেছে। ঘরের দুইটি আলমিরা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ১ টি ল্যাপটপ ও ৭ ভরি স্বর্ণালংকার, জায়গা-জমির দলিলপত্রসহ জরুরি অনেক ডকুমেন্টসও নিয়ে গেছে। ঘরের সমস্ত মালামাল তছনছ করে ফেলেছে।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। প্রবাসীর ঘর ফাঁকা পেয়ে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত রোববার একই এলাকার দুলা মেম্বারের নতুন বাড়ির খোরশেদের সাইকেল চুরি হয়েছিল বলে জানান স্থানীয়রা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আছহাব উদ্দিন বলেন, চুরির বিষয়ে অভিযোগ করছেন কিনা জানিনা। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।