ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

ঘরোয়া মৌসুম শুরু হওয়ার আগে টিকা পাবেন ক্রিকেটাররা

বাংলাধারা স্পোর্টস  »

ক্রিকেটারদের টিকা দেওয়া হবে নতুন ঘরোয়া মৌসুম শুরু হওয়ার আগেই। এমনটা ভাবছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

গত বছর করোনাভাইরাসের কারণে ঘরোয়া আসরগুলো আয়োজন করতে পারেনি বিসিবি। পরে গত বছরের শেষ দিকে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে। জৈব-সুরক্ষা বলয়ে ম্যাচগুলো আয়োজন হয়েছিল।

প্রেসিডেন্টস কাপে তিনটি দল ছিল এবং পাঁচটি দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হয়। তবে আরও অনেক দল ছিল যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা জাতীয় ক্রিকেট লিগে অংশ নিয়েছিল এবং মহামারির সময় অনেক ক্রিকেটারকে দিয়ে খেলানো কঠিন ছিল।

নিজামউদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘আমরা যত বেশি সম্ভব ক্রিকেটারকে টিকা দেওয়ার চেষ্টা করছি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি।’

ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম এপ্রিলে শুরু হতে পারে। তবে বোর্ড দিনক্ষণ চূড়ান্ত  করেনি। জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগ সদস্য এরই মধ্যে টিকা নিয়েছেন। তারা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড সফরে আছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন