ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

ঘুমান্ত হেলপারের উপর কাভার্ডভ্যান তুলে দিলেন চালক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ডবলমুরিং থানাধীন ঈদগাহ এলাকায় বিসিক গোডাউনে পার্কিং করা কাভার্ডভ্যানের নিচে ঘুমান্ত হেলপারকে না দেখে চালক গাড়িটি চালালে মাথায় আঘাত লেগে হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার ( ২৯ মে ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাকিল ( ২০ ) বলে ধারণা করছেন পুলিশ।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক হারুনুজ্জামান রুমেল বাংলাধারাকে বলেন, রাতে গাড়িটি পার্কিং এর জায়গা রেখে ঘুমতে যান ড্রাইভার। এসময় কার্ভারভ্যানের হেলপার গাড়ির নিচে ঘুমিয়ে পড়ে। চালক না জেনে গাড়িটি চালাতে গেলে শাকিল মাথায় ও শরীরে আঘাত পেয়ে মারা যান। নিহতের বিস্তরিত পরিচয় পাওয়া যাইনি। পারিবারের সদস্যরা থানায় আসলে বিস্তারিত পরিচয় পাওয়া যাবে বলে জানান তিনি। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন