চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন হেঁয়াকো বিটের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ না দেয়ায় স্থানীয় লোকজনের প্রায় ৪০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
গতকাল (৩১ আগস্ট) দুপুরে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির ফুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী মোহাম্মদ আলী।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন-আমি বাগানটি করেছি দশ বছর আগে। গত বছর বিট কর্মকর্তা লুৎফুর রহমানসহ আরো দুজন মিলে আমার থেকে বাগানটির জন্য দেড় লক্ষ টাকা ঘুষ নিয়েছিল। কিছুদিন আগে আবারো তারা আমার কাছে টাকা দাবি করে,আমি পুনরায় ঘুষ দিতে না চাইলে তারা গতকাল আমার এক একর বাগানের আম, কাঁঠাল, কলাসহ প্রায় ৪০০ টি ফলজ গাছ কেটে ফেলেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়-ভুক্তভোগী মোহাম্মদ আলীর বাগানের আশেপাশে আরো কয়েকজনের বাগান রয়েছে।বিট কর্মকর্তারা মোহাম্মদ আলীর বাগানে গাছ কেটে ফেললেও আশেপাশে থাকা অন্যদের বাগানের গাছ অক্ষত থাকতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে বন কর্মকর্তা লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করেন। মোহাম্মদ আলীর বাগানের আশেপাশের বাগানের গাছ না কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।
এদিকে স্থানীয়রা জানান ঘরবাড়ি এমনকি টয়লেট নির্মাণ করতেও হেঁয়াকো বিটের অসাধু কর্মকর্তা বা কর্মচারীদের টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। না হলে কাজ করতে না দিয়ে মামলা দেয় হয়। তাদের অত্যাচারের রীতিমতো আতঙ্কে আছে বলে জানান স্থানীয়রা।