ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

ঘূর্ণিঝড় ফণি আঘাত হানার আগেই মহাবিপদে আবহাওয়া অধিদপ্তর

113562 1

বাংলাধারা ডেস্ক »

ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার আগেই অচল হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট। তথ্য জানতে একসঙ্গে অনেকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করায় সাময়িকভাবে অচল হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটি। এ ছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপদে পড়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার ( ২ মে ) দুপুর থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি অধিদপ্তরের হটলাইনে ফোন করেও খবর জানতে পারছে না কেউ।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে আবহাওয়ার তথ্য জানার একমাত্র সরকারি সংস্থা আবহাওয়া অধিদফতর। সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও এই ওয়েবসাইট (www.bmd.gov.bd) থেকে তথ্য নিয়ে থাকেন। কয়েক দিন ধরে ঘূর্ণিঝড় ‘ফণি’ সম্পর্কে সর্বশেষ খবর জানতে সবার চোখ ছিল এই ওয়েবসাইটে। একসঙ্গে অনেক ব্যবহারকারী সাইটটিতে ঢোকার কারণে হ্যাং হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমাদের অফিসে ইন্টারন্টে সংযোগও নেই। আমরা বিটিসিএলের ইন্টারনেট ব্যবহার করি। বিষয়টি বিটিসিএল-কে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হটলাইন ১০৯০ নম্বরে ফোন করেও জনসাধারণ আবহাওয়ার খবরও জানতে ফোন করে সেবা পাচ্ছে না।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ