ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

চকবাজারে ক্যাবল অপারেটরকে ছুরিকাঘাতে হত্যা

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর চকবাজারে সৌরভ খান সোহাগ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সোহাগ চকবাজার ডিসি রোডের ইউনুছ কলোনির হারুনুর রশীদের ছেলে। তিনি পেশায় ক্যাবল অপারেটর বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) চকবাজারের মৌসুমীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নগরীর মৌসুমীর মোড় এলাকায় সৌরভ খান সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাকিব ও শফিক। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোহাগের বাবা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. হালিম বলেন, ‘কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ নামের ওই যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে সোহাগের মৃত্যু হয়। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ