কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১৬টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসনের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ অনুপস্থিত থাকায় স্থানীয়দের নাগরিক সেবা পেতে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। এ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার প্রশাসনিক পদক্ষেপ হিসেবে এসব ইউনিয়নে নতুন করে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নেয়।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের দায়িত্বে থাকবেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এর ফলে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা প্রদান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে না বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চকরিয়া উপজেলায় মোট ১৮টি ইউনিয়ন পরিষদ থাকলেও ১৬টি ইউনিয়নে এ পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনের মতে, এ উদ্যোগের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনা আরও সুসংহত হবে।