ছাত্র-জনতার অভ্যুত্থানেছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এসময় বিক্ষুব্ধ ছাত্ররা চট্টগ্রাম মেডিকেল কলেজ , জামাল খান এলাকাসহ বেশকিছু স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শেখ মুজিবুর হমানের এসব ম্যুরাল ভাঙচুর করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের সামনে একটি ম্যুরাল ভাঙচুর করেছেন ছাত্ররা।
মেডিকেলে ভাঙচুরের পর মশাল মিছিলটি নগরের জামাল খান এলাকায় যায়। সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।
এ সময় তারা সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তৃতা দিচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এটির প্রতিবাদে তারা ভাঙচুর করছেন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা এখনো প্রস্তুত আছে।স্বৈরাচার শেখ হাসিনার দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামাল খান এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন তারা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে নগরের জামাল খান ও চট্টগ্রাম মেডিকেল কলেজে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের সামনে একটি ম্যুরাল ভাঙচুর করেছেন ছাত্ররা।
মেডিকেলে ভাঙচুরের পর মশাল মিছিলটি নগরের জামাল খান এলাকায় যায়। সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।
এ সময় তারা সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তৃতা দিচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এটির প্রতিবাদে তারা ভাঙচুর করছেন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা এখনো প্রস্তুত আছে।