ksrm-ads

৯ নভেম্বর ২০২৪

ksrm-ads

তদারকি না থাকায় বেপরোয়া সিন্ডিকেট

চট্টগ্রামের ইলেকট্রিক মার্কেটগুলোতে নামকরা ব্রান্ডের নকল তার

চট্টগ্রামের

বৈদ্যুতিক সট সার্কিট থেকে ভয়াবহ আগ্নিকাণ্ড ও প্রাণহানীর মতো ভয়াবহ দুর্ঘটনার পেছনে দায়ী নকল ও নিম্নমানের বৈদ্যুতিক তার। আর এসব নকল তার বিভিন্ন অনুমোদনহীন কারখানায় তৈরি করছে চট্টগ্রামের একটি বড় সিন্ডিকেট। যেসব নকল তার আবার দেদারসে বিক্রি হচ্ছে চট্টগ্রামের ইলেকট্রিক মার্কেটগুলোতে। দেখতে হুবহু আসল তারের মতো এ নকল তার গছিয়ে দিয়ে সিন্ডিকেট কাটছে ভোক্তার পকেট। সঠিক তদারকি না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে নকল তার ব্যবসায়ীরা।

অনুসন্ধানে দেখা যায়, রেয়াজউদ্দিন বাজার তিন পুলের মাথাসহ নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ কারখানায় বিআরবি ক্যাবল, বিজলী ক্যাবল, আরআর ক্যাবল, বিবিএস ক্যাবল, পলি ক্যাবল, এস কিউ ক্যাবলসহ দেশের আরও নামকরা ক্যাবেল কোম্পানির হুবহু নকল তার তৈরী করা হচ্ছে। তৈরীকৃত এসব নকল তার চট্টগ্রামের সবচেয়ে বড় তারের পাইকারী ও খুচরা বাজার রেয়াজউদ্দিন বাজার, তিন পুলের মাথা, কাদের টাওযার, মুসাফির খানা মার্কেট, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়।

চট্টগ্রামের কাদের টাওয়ারের নিচ তলায় নুর ইলেকট্রিক নামে একটি দোকানে পাইকারিভাবে বিকিকিনি হয় বিআরবি বিএসবি ব্র্যান্ডের অবৈধ নকল বৈদ্যুতিক তারের। এবিষয়ে জানেতে নুর ইলেকট্রনিকে গেলে পালিয়ে যান নুর ইলেকট্রিকের মালিক কায়কোবাদ হোসেন ও মামুন। অবৈধ নকল তারের ব্যাপারে দোকান কর্মচারীকে প্রশ্ন করতেই মারমুখী হয়ে উঠেন তারা। মার্কেটের কোন অনুমতি ছাড়া এখানে কথা বলা যাবে না বলে সাংবাদিকদের অকথ্য ভাষায় করেন গালিগালাজ। সাংবাদিক তো দূরের কথা প্রধানমন্ত্রীও এ মার্কেটে আসলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে বলেও হুশিয়ারি করেন তারা।

চট্টগ্রামের নন্দনকানন এলাকার বৃহত্তম পাইকারি মার্কেটটিতেও বেশ কিছু ব্যবসায়ী জড়িত এসব নকল তার বিক্রয়ের সাথে। নকল তার জালিয়াতির সাথে জড়িদের নামের তালিকায় উঠে আসে নন্দনকানন ২নং গলি গোলাপ সিংহ লেইন এম রহমান মার্কেটের তাজমী ইলেকট্রিকের মালিক কাজল, আর আর এইচ ক্যাবলের মালিক রিপন, রুবেল, হেলালের নাম। রিয়াজউদ্দিন বাজার চাঁদনী সুপার মার্কেটের ৪র্থ তলায় তাদের অফিস, ৫ম তলায় তাদের গোডাউন। এ প্রতিষ্ঠানগুলো ছাড়াও মার্কেটের বেশিরভাগ দোকানেই চলে নকল তারের পাইকারি ও খুচরা বেচাবিক্রি।

অসাধু ব্যবসায়ীদের ভিড়ে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে পড়েছেন বেকায়দায়। দিনকে দিন মন্দা যাচ্ছে তাদের ব্যবসা। তারা বলেন, আমরা অসহায় কারণ আমাদের আসল পণ্যগুলো ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না কারণ নকল তারে বাজার সয়লাব। এই সিন্ডিকেট অনেক বড়। জানা গেছে, এসব কারখানার মালিক ও ব্যবসায়ীরা বিভিন্নভাবে স্থানীয় প্রভাবশালী ও ‘প্রশাসনের’ লোকদের ‘ম্যানেজ’ করেই চালাচ্ছে তাদের ব্যবসা।

বিআরবি কেবলস চট্টগ্রাম বিভাগের মার্কেটিং অফিসার ফরিদ আহমেদ জানান, বিএসটিআই ও মোবাইল কোর্টের সমন্বয়ে বিভিন্ন অভিযান কোম্পানির পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে। তবে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না এই সিন্ডিকেট। এই সিন্ডিকেটের চক্রে আমরাও এখন অসহায়।

এসব অবৈধ নকল ও বিএসটিআই অনুমোদনহীন বৈদ্যুতিক তারের সিন্ডিকেট দমন ও অবৈধ নকল তারের সয়লাব প্রতিরোধ করতে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বিএসটিআর এক কর্মকর্তা জানান, অবৈধ নকল তারের ব্যাপারে আমরা কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করবো, আপনাদের সংবাদের মাধ্যমে আমাদেরকে সেসব প্রতিষ্ঠান চিহ্নিত করতে সহায়তা করবেন বলে প্রত্যাশা রাখছি।

আরও পড়ুন