ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে এবারও হচ্ছে না তাজিয়া মিছিল

বাংলাধারা প্রতিবেদন» 

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই আগামী শুক্রবার দেশজুড়ে পালিত হবে পবিত্র আশুরা।

তবে সংক্রমণ রোধে চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ সংক্রান্ত নির্দেশনা শিয়া সম্প্রদায়ের নেতাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা। ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাজিয়া মিছিল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে। 

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্টের জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।‘

সিএমপির উপ কমিশনার (এসবি) মনজুর মোরশেদ জানান, ‘করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর এলাকার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। তাতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।‘

উল্লেখ্য, প্রতি বছর সদরঘাট থানার সদরঘাট শিয়া মসজিদ, হালিশহর থানার বি-ব্লক এসক্লাব মোড়, এ ব্লকে নয়াবাজার বিশ্বরোড় মোড় এলাকায় শোক র‍্যালী করত শিয়া সম্প্রদায়। টোবে গত বছরের মত এবারও করোনার কারণে তাজিয়া মিছিল হবে না বলে জানা গেছে। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ